যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত


প্রকাশিত: ০৪:০০ পিএম, ০৮ মার্চ ২০১৫

‘নারীর ক্ষমতায়ন-মানবতার উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে সারা বিশ্বের সাথে বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় ৮ মার্চ রোববার আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ এমপি পৃথক বাণী দিয়েছেন।

এছাড়া দিবসটি উপলক্ষে রাষ্ট্রীয় পর্যায়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী বলেন, সরকারের পৃষ্ঠপোষকতা এবং বাংলাদেশের নারীদের কর্মস্পৃহা, দক্ষতা ও ত্যাগের ফলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের নারীর অবস্থান সুদৃঢ় হয়েছে। তাই দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে উন্নয়ন পরিকল্পনায় নারী-পুরুষের সমান অংশগ্রহণ জরুরি।

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ আর্জেন্টিনা মেতাভেল পিককিন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন। এছাড়া অনুষ্ঠানে দেশের নারী সমাজের সার্বিক উন্নয়নের ওপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।

১৯১০ সালের ৮ মার্চ নিউইয়র্কের সেলাই কারখানার নারী শ্রমিকদের নারী আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রতি সম্মান জানাতে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস পালনের প্রস্তাব গৃহীত হয়। জাতিসংঘ ১৯৭৫ সাল থেকে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন শুরু করে। তখন থেকেই বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালন করা হয়।

দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী সংগঠন, নারী ও শ্রমিক সংগঠন ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় এ উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করে। ৬৪টি মানবাধিকার ও নারী সংগঠনের মোর্চা সামাজিক প্রতিরোধ কমিটি নারী দিবস উপলক্ষে রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহি পরিচালক এডভোকেট সুলতানা কামালের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক সচিব তারিক-উল ইসলাম, বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট-এর নির্বাহি পরিচালক রঞ্জন কর্মকার, ব্র্যাক বাংলাদেশ-এর জেন্ডার জাস্টিস এ্যান্ড ডাইভারসিটি বিভাগের প্রতিনিধি লেখক চিত্তরঞ্জন সরকার প্রমুখ।

দিবসটি উপলক্ষে জাতীয় পার্টি দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এতে সভাপতিত্ব করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক-এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

‘‘নারীর ক্ষমতায়নই মানবতার ক্ষমতায়ন”-এই শ্লোগানকে সামনে রেখে সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র সারা দেশের ৪৫টি জেলার পাশাপাশি ঢাকায় কেন্দ্রীয়ভাবে রোববার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি’র আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন সমমনা সংগঠন ও সুপ্র ঢাকা ক্যাম্পেইন গ্রুপের প্রতিনিধিগণ সংহতি প্রকাশ করেন।

টিডিএস (ট্রান্সফরমেসন অব ডেভেলপমেন্ট এক্রোস দি সোসাইটি) শাহজাহানপুর রেলওয়ে কলোনী সিবিও’র সহযোগিতায় রেলওয়ে কলোনীর বস্তিতে এক নারী সমাবেশের আয়োজন করে। গণসঙ্গীত দিয়ে সমাবেশের উদ্বোধন করা হয়। “নারীর অধিকার মানবাধিকার”/ “নারীর কাজের স্বীকৃতি চাই” ইত্যাদি শ্লোগান সম্বলিত ফেস্টুন ও ব্যানার নিয়ে বস্তির নারী-পুরুষ নির্বিশেষে এই সমাবেশে অংশ নেন। সিবিও নেত্রী সুলতানা আরা বেগম শিল্পির সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা দেন ইথিওপিয়ায় বাংলাদেশের অবৈতনিক দূত মো: নুরুজ্জামান,পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)’র যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম খান, টিডিএস এর সাধারণ সম্পাদক শান্তিরঞ্জন সরকার প্রমুখ।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গৃহশ্রমিকদের সংগঠন গৃহশমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক রোববার সমাবেশ, আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করে। ‘গৃহশ্রমিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তায় আইন চাই’ শীর্ষক সমাবেশ ও আলোচনা সভা সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নারী দিবস উপলক্ষে রোববার সারাদিন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এ উপলক্ষে সকালে ডিআরইউ সদস্যরা এক শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রাটি ডিআরইউ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে পুনরায় ডিআরইউতে ফিরে আসে। ডিআরইউ সভাপতি সাখাওয়াৎ হোসেন বাদশা, সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, সাবেক সভাপতি শাহেদ চৌধুরী, কল্যাণ সম্পাদক শাহানাজ শারমিন, নির্বাহি সদস্য সাজিদা ইসলাম পারুলসহ ডিআরইউ সদস্যরা এতে অংশ নেন।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।