আইকনিক টাওয়ার নির্মাণে দরপত্র শিগগিরই : পূর্তমন্ত্রী


প্রকাশিত: ০১:২৪ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৬

রাজধানীর পূর্বাচলে ১৪২তলা বিশিষ্ট আইকনিক টাওয়ার নির্মাণে শিগগিরই দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

তিনি বলেন, মাটি পরীক্ষা করে বাস্তবসম্মত ফলাফল পাওয়া গেলে সেখানে আরেকটি ১৪২তলা ভবন নির্মাণ করা হবে। এ জন্য প্রয়োজনীয় জমি সংরক্ষণ করা আছে।

রোববার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ‘স্টিল স্ট্রাকচার : নিউ এরা ইন ডেভেলপমেন্ট’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, ঢাকা কেন্দ্র ও স্টিল স্ট্রাকচার ম্যানুফেকচারিং অ্যাসোসিয়েশন যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

মন্ত্রী বলেন, স্টিল স্ট্রাকচার ভবনের স্থায়িত্ব বাড়ে এবং নির্মাণ কাজের সময়ও কম লাগে।

গণপূর্ত অধিদফতর চট্টগ্রামে জাতীয় রাজস্ব বোর্ডের ৪০তলা ভবন নির্মাণ করছে উল্লেখ করে তিনি বলেন, এর প্রাথমিক কাজ শেষ হয়েছে। এ ভবনটি স্টিল স্ট্রাকচারে করা যায় কিনা- সে বিষয়ে স্থপতি এবং প্রকৌশলীদের নির্দেশ দেয়া হবে।

পূর্বাচলে প্রায় ৭০ হাজার ফ্ল্যাট নির্মাণ করার কথা উল্লেখ করে ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, ৩০তলা অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণের মাধ্যমে এসব ফ্ল্যাট করার চিন্তা রাজউকের রয়েছে। সম্ভব্যতা যাচাই করে এসব অ্যাপার্টমেন্ট ভবন স্টিল স্ট্রাকচারে ৫০তলা করার উদ্যোগ নেয়া হবে।

মন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশে উন্নীত হবে। দেশের এ অগ্রগতির সঙ্গে নগরায়ণসহ প্রতিটি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।

প্রতিটি সুউচ্চ ভবনে নিজস্ব স্যুয়োরেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন বাধ্যতামূলক করার বিষয়ে ইতোমধ্যেই রাজউককে নির্দেশ দেয়া হয়েছে। সরকারি নতুন ভবনগুলোতেও এ ব্যবস্থা রাখা হচ্ছে। বেইলি রোডে জাজেস কোয়ার্টার্সেও এটিপি প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে।

আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান মেসবাহুর রহমান টুটুলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইইবি ঢাকা কেন্দ্রের ভাইস চেয়ারম্যান কাজী খাইরুল বাসার, স্টিল স্ট্রাকচার ম্যানুফেকচারিং অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।

ইংল্যান্ড, নরওয়ে ও ভারতের তিনজন বিশেষজ্ঞ দিনব্যাপী এ সেমিনারে স্টল স্ট্রাকচার সম্পর্কিত প্রবন্ধ উপস্থাপন করেন।

এমএ/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।