দেশে ফিরেছেন স্পিকার


প্রকাশিত: ১২:৫৩ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৬
ফাইল ছবি

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ৬২তম সম্মেলন শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার ও সংগঠনটির নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী।

রোববার বিকেলে তিনি দেশে ফিরেন। এ সময়  জাতীয় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা স্পিকারকে অভ্যর্থনা জানান।

১১-১৭ ডিসেম্বর লন্ডনে অনুষ্ঠিত এ সম্মেলনে স্পিকার চেয়ারপারসন হিসেবে যোগদান করেন। সম্মেলনে স্পিকার ছাড়াও ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ যোগ দেন।

সম্মেলনে অন্যান্যের মধ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত, ওয়ারেসাত হোসেন বেলাল এমপি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি এবং বেগম শিরীন নাঈম এমপি প্রতিনিধি হিসেবে যোগ দেন।

স্পিকার সম্মেলনের উদ্বোধন করেন এবং নির্বাহী কমিটির সভা, সাধারণ অ্যাসেম্বলিসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এইচএস/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।