বিদেশিদের পরামর্শে রাষ্ট্র পরিচালনা নয় : নৌমন্ত্রী
বিদেশিদের পরামর্শে নয়, আমাদের সমস্যা আমরাই সমাধান করব বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। মাদারীপুর মুক্তিযোদ্ধা মিলনায়তনে কবি ইয়াকুব খান শিশিরের বইয়ের মোড়ক উন্মোচন শেষে রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নৌমন্ত্রী বলেন, এ দেশের জনগণকে ও সংবিধানকে উপেক্ষা করে এবং মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বিসর্জন দিয়ে আমরা বিদেশিদের পরামর্শে রাষ্ট্র পরিচালনা করব, তা কোনো ক্রমেই সম্ভব নয়।
তিনি বলেন, বিদেশিরা যদি মনে করে সন্ত্রাস-পেট্রলবোমার কাছে আমাদের আত্মসমর্পণ করতে হবে তাহলে আইএস’র বিরুদ্ধে তারা যুদ্ধ করে না কেন? সন্ত্রাসীদের কাছে কোনো ক্রমেই মাথা নত করা যাবে না। তাহলে সন্ত্রাসীরা পেয়ে বসবে। সন্ত্রাসীদের দমন করেই সিদ্ধান্ত নিতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মিয়াজউদ্দিন খান, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম প্রমুখ। পরে মন্ত্রী মাদারীপুর সার্কিট হাউসে জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায় অংশগ্রহণ করেন।
এমএএস/আরআই