নভেম্বরের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ


প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ১২ আগস্ট ২০১৪

নভেম্বরের মধ্যে সারাদেশের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার জাবেদ আলী। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ জেলা নির্বাচন অফিসের সার্ভার স্টেশন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জাবেদ আলী বলেছেন, তিনটি ধাপে ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। আশা করা হচ্ছে আগামী নভেম্বরের মধ্যে সারাদেশের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হবে। পরবর্তী সময়ে যাচাই-বাছাই শেষে ৩১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে।

ইসি বলেন, দেশের সব মানুষ যাদের বয়স ১৮ বছর হয়েছে, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে তারা যেন বাদ না পড়ে সেদিকে নজর দিতে হবে।

এর আগে জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার জাবেদ আলী। এসময় আরও বক্তব্য দেন- জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, পৌর মেয়র ইকরামুল হক টিটু প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।