হাতিরঝিলে চলছে ওয়াটার ট্যাক্সি


প্রকাশিত: ১০:০৬ এএম, ১৬ ডিসেম্বর ২০১৬

রাজধানীর হাতিরঝিলে চালু হয়েছে ওয়াটার ট্যাক্সি সার্ভিস। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ (শুক্রবার) দুপুরে ঝিলের মেরুল বাড্ডা অংশে আনুষ্ঠানিক ভাবে এই সার্ভিস উদ্বোধন করেন।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও বাংলাদেশ সেনা বাহিনী এস ডব্লিউও (পশ্চিম)-এর পৃষ্ঠপোষকতায় হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি সার্ভিসচালু করা হয়েছে।

প্রকল্পের উপ-পরিচালক লে. কর্ণেল নেজাম উদ্দিন জানান, উদ্বোধনী দিনে ৪টি ওয়াটার টেক্সি চালু করা হয়েছে। চাহিদা বাড়লে এর সংখ্যা আরও বাড়ানো হবে।

তিনি বলেন, আপাতত হাতিরঝিল থেকে দুটি রুটে চলবে ওয়াটার টেক্সি সেবা। মেরুল বাড্ডা থেকে মগবাজার সাতরাস্তা পর্যন্ত রুটে ভাড়া ২৫ টাকা এবং এফডিসির সামনে থেকে গুলশান-১ পর্যন্ত রুটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

জেইউ/এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।