পরীক্ষা দিচ্ছেন জাবির আজীবন বহিষ্কৃত তিন ছাত্রী
র্যাগ দেয়ার অভিযোগে আজীবন বহিষ্কৃত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের ৪২ ব্যাচের সেই তিনছাত্রী পরীক্ষা দিয়েছেন।
দুপুর ১টায় তৃতীয় সেমিস্টার পরীক্ষা শুরু হলে তাতে অংশ নেন তিন ছাত্রী রাফিয়া নিতু, সামি রেজোয়ানা ও রাফিয়া।
এর আগে তিন ছাত্রীকে বহিষ্কারের নথিপত্র বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে না পাঠানোর কারণে পত্রিকার কাটিং দেখে বহিষ্কৃত ছাত্রী রাফিয়া ও নিতু হাইকোর্টে আদেশ স্থগিত চেয়ে রিট করেন। পরে বিচারপতি নাঈমা হায়দার ও আকরাম হোসেন চৌধুরীর বেঞ্চ তাদের বহিষ্কারাদেশ স্থগিত করেন।
প্রশাসনিক কর্মকর্তা (আইন) জাহিদ শীর্ষ নিউজকে বলেন, দুই ছাত্রীর আজীবন বহিষ্কারকে স্থগিত করেছেন নাঈমা হায়দার ও আকরাম হোসেন চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এমন একটি মেইল আমরা পেয়েছি। মেইল পেয়ে সঙ্গে সঙ্গে রেজিস্টার স্যারকে পাঠিয়েছি।
এ বিষয়ে জানতে রেজিস্টার আবু বকর সিদ্দিকের মোবাইলে বার বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।