সোমালিল্যান্ডে প্রাণ`র স্কুল ক্যাম্পেইন


প্রকাশিত: ১২:১০ পিএম, ০৭ মার্চ ২০১৫

আফ্রিকার সোমালিল্যান্ডে স্কুল ক্যাম্পেইনের আয়োজন করেছে প্রাণ এর আমদানিকারক প্রতিষ্ঠান হাদ্রি ট্রেডিং ইস্ট। সম্প্রতি দেশটির রাজধানী হার্গেইসার বিভিন্ন স্কুলে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা ছিল বলে জানান প্রাণ`র আমদানিকারক মোহাম্মদ ওমর আবদি। এসময় শিক্ষক অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ আয়োজন উপভোগ করেন।

তিনি জানান, প্রায় ১০ বছর যাবত সোমালিল্যান্ডে প্রাণ পণ্য পাওয়া যাচ্ছে। প্রাণ এর ফ্রুটো, জুনিয়র ড্রিংকসহ বিভিন্ন ড্রিংক, ক্যান্ডি, সস্, নুডল্স, সরিষার তেল, মসলাসহ বিভিন্ন পণ্যের চাহিদা দিনেদিনে বাড়ছে। রাজধানী হার্গেইসা, বুরাও, বারবেরা, বোরামা, লাস আনদসহ সোমালিল্যান্ডের সব জায়গায় প্রাণ পণ্য পাওয়া যাচ্ছে। সোমালিল্যান্ডের সবশ্রেণি ও বয়সের মানুষের কাছে প্রাণ পণ্য পৌঁছে দিতে বিভিন্ন প্রমোশনাল কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।



প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল জানান, বর্তমানে আফ্রিকার মোট ৪৭টি দেশে প্রাণ পণ্য নিয়মিত রপ্তানি করা হচ্ছে। এর মধ্যে সোমালিল্যান্ড আফ্রিকার একটি অন্যতম রফতানিকৃত দেশ। ২০০৬ সাল থেকে সোমালিল্যান্ডে প্রাণ পণ্য রপ্তানি কার্যক্রম শুরু হয়। গত বছর সোমালিল্যান্ডে প্রায় ৩ মিলিয়ন মার্কিন ডলার প্রাণ পণ্য রফতানি করা হয়েছে। আগামি বছরগুলোতে রফতানির পরিমাণ বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।              

উল্লেখ্য, বর্তমানে প্রাণ পণ্য বিশ্বের ১০৮টি দেশে নিয়মিত রফতানি হচ্ছে।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।