পদ্মায় লঞ্চডুবি : গণশুনানি শুরু করেছে তদন্ত কমিটি


প্রকাশিত: ০৬:১৩ পিএম, ১২ আগস্ট ২০১৪

মুন্সীগঞ্জের মাওয়ার পদ্মায় ৩ শতাধিক যাত্রী নিয়ে পিনাক-৬ লঞ্চডুবির ঘটনায় গণশুনানি শুরু করেছে নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত ৭ সদস্যের তদন্ত কমিটি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া রেস্ট হাউজে এই গণশুনানি শুরু হয়।

প্রথমে বেঁচে যাওয়া যাত্রী মাদারীপুরের রাজৈর উপজেলার হাসমকান্দি গ্রামের আবুল কালামের (৭০) সাক্ষ্য নেয়া হয়। তিনি তদন্ত কমিটির কাছে লঞ্চডুবির বর্ণনা দেন।

গণশুনানিতে ঘটনার প্রত্যক্ষদর্শী, বেঁচে যাওয়া যাত্রী এবং স্থানীয় উদ্ধারকর্মীদের সাক্ষ্য নেয়া হচ্ছে। এরপর  গণশুনানি শেষে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নূর-উর রহমানের নেতৃত্বে ৭ সদস্যের তদন্ত কমিটি পদ্মায় লঞ্চডুবির ঘটনাস্থল পরিদর্শনে যাবেন।

৪ অগাস্ট কাওড়াকান্দি থেকে মাওয়া আসার পথে ডুবে যায় লঞ্চ পিনাক-৬। এ পর্যন্ত মোট ৪৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার তল্লাশি যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের টাগ বোট কান্ডারি-২ এর সাইড স্ক্যান সোনারে নদীর ১৯ মিটার গভীরে একটি ধাতব বস্তুর অস্তিত্ব ধরা পড়ার পর রোববার তাকে ঘিরে উদ্ধার অভিযান সঙ্কুচিত করে আনা হয়। এরপর সোমবার লঞ্চ উদ্ধার তৎপরতা স্থগিত ঘোষণা করেন জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।