বিআইডব্লিউটিএ’র ৪ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করলেন নৌমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩০ পিএম, ১২ আগস্ট ২০১৪

পরিদর্শনে গিয়ে আসনে না পেয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে নৌপরিবহনমন্ত্রী চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে বিআইডব্লিউটিএর কার্যালয়ে পরিদর্শনে যান। এ সময় নির্বাহী প্রকৌশলী সাজিদুর রহমান, উপপরিচালক (বন্দর) মো. আলমগীর হোসেন, সহকারী পরিচালক মো. সেলিম ও নয়ন শীল নিজ নিজ আসনে ছিলেন না।

তাঁদের এমন অনুপস্থিতির জন্য মন্ত্রী তাঁদের সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন।

এ ব্যাপারে জানতে চাইলে বিআইডব্লিউটিএ চট্টগ্রামের যুগ্ম পরিচালক আক্কাস আলী বলেন, ওই কর্মকর্তাদের আসনে দেখতে না পেয়ে মন্ত্রী তাঁদের অনুপস্থিতির কারণ জানতে চান এবং তাঁদের সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। তিনি জানান, ওই কর্মকর্তারা বাইরে গিয়েছিলেন। নৌমন্ত্রীর ওই নির্দেশ দেওয়ার একটু পরই তাঁরা কার্যালয়ে ফিরে আসেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।