৭৫৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হলমার্কের বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ০৫:২৫ পিএম, ১২ আগস্ট ২০১৪

৭৫৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হলমার্কের ব্যবস্থাপনা পরিচালকসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সোনালী ব্যাংক। মঙ্গলবার দুপুর পৌনে ১টা নাগাদ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ড. মো. ফজলে এলাহী ভুইয়ার আদালতে মামলাটি দায়ের করা হয়।

হলমার্ক গ্রুপের নাম সর্বস্ব প্রতিষ্ঠান ম্যাক্স স্পিনিং মিল, হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও সোনালী ব্যাংকের শেরাটন হোটেল (বর্তমানে রুপসী বাংলা) শাখার সাবেক কর্মকতাসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সোনালী ব্যাংক।

সোনালী ব্যাংক লিমিটেডের পক্ষে এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. আবুল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আইনজীবী জাহাঙ্গীর হোসেন জানান, দেশের ইতিহাসে এটি যেমন সবচেয়ে বড় ঋণ কেলেঙ্কারির ঘটনা, ঠিক তেমনি টাকা আদায়ের জন্য এটিই সবচেয়ে বড় মামলা। অ্যাডভোকেট হোসনে আরা মামলাটি পরিচালনা করবেন বলেও জানান তিনি।

এর আগে সোনালী ব্যাংক হলমার্ক গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে টাকা আদায়ের জন্য ১৫টি অর্থঋণ মামলা দায়ের করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।