শহীদ মিনারে ছাত্রদলের মিছিল, ৮ ককটেল বিস্ফোরণ


প্রকাশিত: ০৬:১৩ এএম, ০৭ মার্চ ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাণিজ্য অনুষদ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আল-মেহেদী তালুকদারসহ ঢাবি ছাত্রদলের সকল কারাবন্দিদের গ্রেফতারের প্রতিবাদ ও অনতিবিলম্বে মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই বিক্ষোভ করেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদল নেতা বাপ্পু সরকার ও সুব্রত দাস- এর নেতৃত্বে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে টিএসসির দিকে যেতে চাইলে পুলিশি বাঁধায় ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় শহীদ মিনার এলাকায় পরপর ৮টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রনেতা আকতার হোসেন, জুয়েল হোসেন, আনিসুর রহমান খন্দকার (অনিক), নাসির উদ্দিন শাওন, শফিকুল ইসলাম, কাজী সামসুল হুদা, শিমন কুমার দে, আল-আমিন, মনিরুজ্জামান মুন, ঢাকা কলেজ ছাত্রদলের সোহরাব হোসেন, সোহাগ, হাফিজ, মাহফুজুর রহমান খান, রিয়াদ ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার শান্ত।

এমএম/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।