বিসিএস প্রশ্নপত্রসহ ছাত্রলীগকর্মী আটক


প্রকাশিত: ০৩:৪১ পিএম, ০৬ মার্চ ২০১৫

খুলনায় এক শিক্ষার্থীর কাছ থেকে বিসিএসের প্রশ্নপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় শরিফুল ইসলাম বাবু নামে এক ছাত্রলীগকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল সোয়া ৩টায় নগরীর আযমখান সরকারি কমার্স কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক উন নবী তালুকদার।
 
শরিফুল ইসলাম বাবুকে ছাড়িয়ে আনতে গেলে মহানগর ছাত্রলীগের সহসভাপতি অহেদুজ্জামান ডলার ও স্থানীয় সাংসদের ব্যক্তিগত কর্মকর্তা হোসেনুজ্জামান হোসেনের সঙ্গে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের বাকবিতণ্ডা হয়। তবে ডলার বাকবিতণ্ডার ঘটনাটি অস্বীকার করেন।
 
জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল জানান, এক পরীক্ষার্থীর কাছ থেকে প্রশ্ন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় বাবু নামে একজনকে আটক করা হয়েছে। তিনি পরীক্ষার্থী ছিলেন না। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়।
 
কমার্স কলেজ পরীক্ষা কেন্দ্রের আহ্বায়ক মঞ্জুরুল আলম বলেন, প্রশ্ন নিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তাকে আটক করেছে। কলেজের পিওন বা অন্য কোনো ছাত্র তাকে প্রশ্ন দিয়ে থাকতে পারে।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।