১২০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রের অনুমোদন


প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ১২ আগস্ট ২০১৪

৩৫ হাজার ৯৮৪ কোটি ৪৬ লাখ টাকা ব্যায়ে কয়লা ভিত্তিক ১ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ প্রকল্পের অনুমোদন হয়।

‘আল্ট্রাসুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্ট’ নামের এ প্রকল্পটি দেশের সবচয়ে বড় বিদ্যুৎ প্রকল্প। মঙ্গলবার একনেক বৈঠকে এটিসহ ৩৭ হাজার ৩শ ৩৯ কোটি ৮৩ লাখ টাকার ৫টি প্রকল্প পাস হয়। পাস হওয়া ৫টি প্রকল্পের মধ্যে ২টি নতুন এবং ৩টি সংশোধিত প্রকল্প।

মোট প্রকল্প ব্যয়ের মধ্যে ৫ হাজার ৬শ ৮৫ কোটি ৩৩ লাখ  টাকা সরকারি অর্থায়নে, ২ হাজার ১শ ১৮ কোটি ৭৭ লাখ টাকা সংস্থার নিজস্ব অর্থায়নে এবং ২৯ হাজার ৫শ ৩৫ কোটি ৭৩ লাখ টাকা প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।