মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেল বাংলাদেশি বিমান


প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ১২ আগস্ট ২০১৪

কলকাতার আকাশে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দুটি উড়োজাহাজ। এর মধ্যে একটি বাংলাদেশি বিমানও রয়েছে।

এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া সূত্রে খবর, সোমবার সকালে কলকাতার মাঝ আকাশে উড়ছিল বাংলাদেশ এবং সৌদি এয়ারলাইনসের দুটি বিমান। মাটি থেকে প্রায় ৪০ হাজার ফুট উচ্চতায় উড়ছিল বাংলাদেশের ইউনাইটেড এয়ারওয়ের (ইইউএ৫৮৪) বিমানটি। অন্যদিকে ৪৪ হাজার ফুট উচ্চতায় উড়ছিল সৌদি আরবের ফ্লাইং এমিরেটস এয়ারলাইনসের (সৌদিয়া৯৮৩) বিমান। হঠাৎ ওই দুটি বিমান প্রায় মুখোমুখি চলে আসে।

জানা গেছে, সৌদি এয়ারলাইনসের পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সিগন্যাল বুঝতে না পারায় বাংলাদেশের বিমানটি মুখোমুখি চলে আসে। সে সময়ই স্যাটেলাইট মারফত বিপদ সংকেত পায় এটিসি। এরপর তড়িঘড়ি নির্দেশ পাঠানো হয় দুটি বিমানের পাইলটের কাছেই। শেষ মুহূর্তে বড় বিপদ এড়ান দুই পাইলটই।

এ ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া। সুত্র: জি নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।