লেনোভোর পকেট প্রজেক্টর বাজারে


প্রকাশিত: ১১:৫২ এএম, ০৬ মার্চ ২০১৫

সাশ্রয়ী মূল্যের পকেট প্রজেক্টর উদ্বোধন করেছে শীর্ষস্থানীয় পিসি নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো। সম্প্রতি শেষ হয়ে যাওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) ডিভাইসটি প্রদর্শন করে প্রতিষ্ঠানটি। অ্যান্ড্রয়েড ডিভাইসের সঙ্গে যুক্ত করে পকেট প্রজেক্টরটির মাধ্যমে যে কোনো বিষয়ের চিত্র ১১০ ইঞ্চি পর্যন্ত বাড়ানো সম্ভব হবে।

প্রজেক্টরের ধারণা অনেক পুরনো। অনেক মোবাইল ডিভাইস রয়েছে, যেগুলোয় বিল্টইন প্রজেক্টর রয়েছে। কিন্তু আলাদা ডিভাইস হিসেবে পকেট প্রজেক্টরের ধারণা খুব পুরনো নয়। করপোরেট জগতে প্রেজেন্টেশনকে আরো সহজ করে তুলবে লেনোভোর নতুন ডিভাইসটি।

বিশ্লেষকদের মতে, প্রজেক্টর খাতে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে লেনোভোর নতুন ডিভাইসটি। ব্যবহারকারী ৪:৩ ও ১৬:৯ উভয় অনুপাতে ভিডিও দেখতে পাবেন। আর ঔজ্জ্বলতা হবে ৫০ লুমেন।

গ্রাহক ডিভাইসটি অ্যান্ড্রয়েডচালিত মোবাইল ডিভাইসে মাইক্রোইউএসবি, ডিএলএনএ ও মিরাকাস্টের মাধ্যমে যুক্ত করতে পারবেন। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ডিভাইসটির তথ্য ধারণ সক্ষমতা ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব।

ডিভাইসটি এক চার্জে আড়াই ঘণ্টার কিছু কম সময় চলবে। অর্থাৎ একবারের চার্জে গ্রাহক একাধিক চলচ্চিত্র দেখতে পারবেন না। এর দাম পড়বে ২৫০ ডলার। আগামী জুনেই ডিভাইসটি বাজারে আসবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।