বিজিবি-রোহিঙ্গা দালাল গোলাগুলি, আহত ৬
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তাকারী দালালদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বিজিবির এক সদস্যসহ কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে।
বিজিবি কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান জানান, সকাল থেকে সীমান্ত এলাকায় অনুপ্রবেশকালে ১০৮ রোহিঙ্গাকে আটক করা হয়। এ সময় তাদের অনুপ্রবেশে সহায়তাদানকারী পানবাজার এলাকার দালালরা বিজিবির ওপর হামলা চালায়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে বিজিবির সুবেদার ফজলুল হক গুলিবিদ্ধ হন। তাঁকে উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে কক্সবাজার থেকে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। বেলা ১২টার দিকে পরিস্থিতি শান্ত হয়। বিজিবি জানায়, আটক রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় শাহ আলমগীর নামে এক দালালকে আটক করা হয়েছে বলে জানিয়ে কর্নেল খালেকুজ্জামান বলেন, স্থানীয় কিছু দালাল বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশে সহযোগিতা করে এবং বিজিবির কাজে বাধা দেয়।
এএইচ/পিআর