তরিকুলের বাড়িতে বোমা হামলা


প্রকাশিত: ১০:১৪ এএম, ০৬ মার্চ ২০১৫

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের যশোরের বাড়িতে বোমা হামলা হয়েছে। বৃহস্পতিবার রাত ১টায় এ হামলা হয়। জানা গেছে, সন্ত্রাসীরা তরিকুল ইসলামের যশোরের বাসায় পরপর পাঁচটি বোমা মারে। এতে তার বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়।

তরিকুল ইসলামের বাড়ির দারোয়ান জানান, রাত একটার দিকে ছয়-সাতজনের একদল সন্ত্রাসী এসে বাড়ির ভেতর বোমা নিক্ষেপ করে। বোমাগুলোর মধ্যে তিনটি বাড়ির ভেতরের মূল গেটের সামনে ও দোতলার জানালায় লেগে এবং এগুলো একই সঙ্গে বিস্ফোরিত হয়। পরে সন্ত্রাসীরা হেঁটে চলে যায়।

তরিকুল ইসলামের স্ত্রী অধ্যাপক নার্গিস বেগম ছাড়া তেমন কেউ বাসায় না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে বোমার বিকট শব্দে এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। গভীর ঘুমের মাঝে বোমা বিস্ফোণের এমন শব্দে এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কোতোয়ালি থানার ওসি শিকদার আককাস আলী জানান, বোমা হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে।

এদিকে,  তরিকুল ইসলামের বাড়ি ছাড়াও একই রাতে যশোর শহরে বিএনপির আরও কয়েক নেতার বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।