সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করে দেয়া উচিত : আমু


প্রকাশিত: ০৯:৪৯ এএম, ০৬ মার্চ ২০১৫

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, কোটি টাকা দিয়ে প্রাইভেট কার কিনে কম পয়সায় গ্যাস ব্যবহার করা যুক্তিসঙ্গত নয়। এছাড়া বাস মালিকরাও স্বল্পমূল্যে গ্যাস নেন, কিন্তু বাস ভাড়া কমান না। এটা মেনে নেয়া যায় না। তাই দেশে নতুন সিএনজি ফিলিং স্টেশনের অনুমতি না দিয়ে চালু স্টেশনগুলো পর্যায়ক্রমে বন্ধ করে দেয়া উচিত।

শুক্রবার দুপুরে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের হলরুমে চেম্বার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এরকম একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে দিয়েছি। সরকারও এরকম চিন্তাভাবনা করছে। অপচয় রোধে সব ধরনের পাইপ লাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া প্রয়োজন। গ্যাসের অপচয়ের কারণে মজুদ কমে আসছে। বিদেশের মতো বাসা-বাড়িতে সিলিন্ডার দিয়ে গ্যাস ব্যবহার করলে অপচয় কমবে।

ছাতক সিমেন্ট ফ্যাক্টরিকে আধুনিকায়নের আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, ওই এলাকায় নতুন আরেকটি সিমেন্ট ফ্যাক্টরি স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের।

আমির হোসেন আমু বলেন, দেশে ও বিদেশে আগরের প্রচুর চাহিদা রয়েছে। সরকার আগরকে শিল্প হিসেবে ঘোষণা করেছে। কেউ আগর ফ্যাক্টরিকে ইন্ডাষ্ট্রিতে রূপান্তর করতে চাইলে সরকার সহযোগিতা করবে।

দেশের পর্যটন খাতের বিকাশ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার সিলেটসহ সারাদেশের পর্যটনের ব্যাপারে ইতিবাচক চিন্তা-ভাবনা করছে। সার্কভূক্ত দেশগুলোর সঙ্গে চুক্তি করে পর্যটনের উন্নয়নে সরকার কাজ করবে।

সিলেটের ফেঞ্চুগঞ্জে নির্মাণাধীন শাহজালাল সারকারখানা আগামী জুনে উদ্বোধন হবে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, ইতোমধ্যে সার কারখানাটির ১১টি ইউনিটের কাজ সম্পন্ন হয়েছে। বাকি আটটি ইউনিটের ৯৫ ভাগ কাজ শেষ হয়ে গেছে। নতুন কারখানাটি উদ্বোধন করা হলে পুরাতন সার কারখানাকে অ্যামোনিয়া কারখানায় রূপান্তর করা হবে। এতে অ্যামোনিয়া আমদানি কমবে।

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।