২৮ কেজি সোনাসহ কোরিয়ান কূটনীতিক আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ২৮ কেজি সোনাসহ এক কোরিয়ান কূটনীতিককে আটক করেছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও কাস্টমস কর্তৃপক্ষ। আটককৃত কূটনীতিকের নাম সন ইয়াং ন্যাম (৫০)। তিনি উত্তর কোরিয়ার নাগরিক। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে তাঁকে আটক করা হয় বলে শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে।
সূত্রটি জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের আসা একটি ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সন ইয়াং ন্যাম নামের ওই কূটনীতিক। এ সময় তার কাছ থেকে ২৮ কেজি সোনা জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ এবং তাকে আটক রাখা হয়।
এপিবিএন’র সহকারী পুলিশ সুপার তানজিনা আকতার জানান ‘আমরা জানতে পেরেছি তিনি বাংলাদেশে কোরিয়ান দূতাবাসের কূটনীতিক। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়েছি। মন্ত্রণালয় থেকে লোকজন এসেছেন। তারা বিষয়টি তদন্ত করছেন।’
জেইউ/এআরএস/এমএস