রাজধানীতে পেট্রলবোমায় দগ্ধ ডিম বিক্রেতা


প্রকাশিত: ০৯:০১ পিএম, ০৫ মার্চ ২০১৫

রাজধানীতে হরতাল সমর্থকদের ছোঁড়া পেট্রলবোমায় দগ্ধ হয়েছেন এক ডিম বিক্রেতা। বৃহস্পতিবার (৬ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দর স্টেশনের কাছে কসাইবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।

কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিদ মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, ময়মনসিংহ থেকে ঢাকাগামী অগ্নিবীণা ট্রেনে হরতাল সমর্থকরা পেট্রল বোমা ছুঁড়লে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে ইঞ্জিনে বসে থাকা মনো মিয়ার (৬০) পায়ে লাগে। এতে তিনি দগ্ধ হন।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় বলে জানান ওসি মজিদ।

মনো মিয়ার বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।