বর্ডার হাটের মেয়াদ বাড়ছে দু’বছর


প্রকাশিত: ০৯:০২ এএম, ১২ ডিসেম্বর ২০১৬

বাংলাদেশ-ভারত সীমান্তে স্থাপিত বর্ডার হাটের মেয়াদ ৩ বছর থেকে বাড়িয়ে ৫ বছর করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে নতুন আরো কয়েকটি হাট স্থাপনের কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

এর মধ্যে মৌলভীবাজারের জুড়ি এবং কমলগঞ্জে দুটি হাটসহ ৬টি হাট বসানোর উদ্যোগ নেয়া হয়েছে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বিস্তারিত তুলে ধরেন।
 
তিনি জানান, ২০১০ সালের ২৩ অক্টোবর বাংলাদেশ-ভারত সীমান্তে স্থাপিত বর্ডার হাটগুলো ৩ বছর মেয়াদে চুক্তি করা হয়েছিল। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নবায়ন এবং নতুন আরো কিছু হাট বসানোর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সচিব জানান, বর্ডার হাটের ক্রয়সীমা ১০০ ডলার থেকে ২০০ ডলার করার প্রস্তাব করা হয়েছে। হাটে দোকানির সংখ্যা ২৫ থেকে ৫০ করার কথা বলেছে মন্ত্রিসভা। একই সঙ্গে জেলা প্রসাসক ছাড়াও হাটে প্রবেশের অনুমোদনপত্র এখন থেকে জেলা প্রসাসক অনুমোদিত কর্মকর্তাও দিতে পারবেন।

এমইউএইচ/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।