বাংলা নববর্ষ উপলক্ষে সভা অনুষ্ঠিত


প্রকাশিত: ১২:০৫ পিএম, ০৫ মার্চ ২০১৫

বাংলা নববর্ষ ১৪২২ কে জাতীয়ভাবে উদযাপনের লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিার সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ‘বাংলা নববর্ষ ১৪২২’ সালকে যথাযযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও দায়িত্ব বন্টন করা হয়।

আসাদুজ্জামান নূর বাংলা নববর্ষ উদযাপনে জনঅংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে বলেন, বাংলা নববর্ষ একটি সার্বজনীন উৎসব। এ উৎসব যতটা না সরকারি তার চেয়ে অনেক বেশি বেসরকারি উদ্যোগে উদযাপিত হয়। এ ধরনের উৎসবে বেসরকারি অংশগ্রহণ যত বাড়বে, দিনটি আরো বেশি জনমানুষের উৎসবে পরিণত হবে।

তিনি বলেন, দিনটিকে সফলভাবে উদযাপনের জন্য দেশবাসীকে সবধরনের সহায়তা করতে সরকার প্রস্তত। দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় এদেশের মানুষ সাহসী পদক্ষেপ নেবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, অমর একুশে গ্রন্থমেলায় অগণিত মানুষের ঢল এদেশের মানুষের প্রাণের আবেগের বহিঃপ্রকাশ। বোমার ভয়ে তারা যেমন মাসজুড়ে ঘরে বসে থাকেনি, নববর্ষ উদযাপনেও তারা পিছপা হবে না।

তিনি নববর্ষের দিন ব্যাপক জনসমাগম স্থলে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে সারাদেশে তাদের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। জননিরাপত্তার প্রয়োজনে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিকে যেন সাধারণ মানুষ সহজে গ্রহণ করতে পারে সেজন্য এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধির ব্যবস্থা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া সভায় বলা হয়, বাংলা নববর্ষ উপলক্ষে গণমাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী, জাতীয় পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ ছাড়াও উৎসবের দিন এবছর একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত লেখক, কবি, সাহিত্যিক এবং সাংস্কৃতিক ব্যক্তিদের জন্য রাষ্ট্রপতি কর্তৃক সংবর্ধনার আয়োজন করা হবে। এছাড়াও এদিন বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে নববর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হবে।

বাংলা নববর্ষের ভোরে ঐতিহাসিক রমনা বটমূলে আয়োজিত ছায়ানটের সাংস্কৃতিক অনুষ্ঠানটি বাংলাদেশ বেতারে সরাসরি প্রচার করবে। এছাড়া অন্যান্য বেসরকারী টিভি চ্যানেল অনুষ্ঠানটি বিটিভি থেকে সম্প্রচার করবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি তিন দিনব্যাপি বাংলা নববর্ষের অনুষ্ঠান মালার আয়োজন করবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় বাংলাদেশ শিশু একাডেমি শিশু-কিশোরদের অংশগ্রহণে নববর্ষের অনুষ্ঠানমালার আয়োজন করবে। একই সাথে বাংলা একাডেমি ও বিসিক যৌথভাবে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ঐতিহ্যবাহী বৈশাখী মেলার আয়োজন করবে।

এছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে দেশের সব কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে (এতিমখানা) উন্নতমানের ঐতিহ্যবাহী বাঙালী খাবার পরিবেশন করা হবে।


সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস, যুগ্ম সচিব মনজুরুর রহমান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো: হাফিজুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক আবদুল মান্নান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আবুল কালাম শামসুদ্দিন, র্যাব-৩ এর উপ পরিচালক মেজর মহিউদ্দিন আহমেদ ও ঋষিজ শিল্পগোষ্ঠীর সভাপতি লোক সঙ্গীত শিল্পী ফকির আলমগীর প্রমুখ।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।