দিয়াজের গলায় আঘাতের চিহ্ন


প্রকাশিত: ০৯:২৮ এএম, ১১ ডিসেম্বর ২০১৬
ফাইল ছবি

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এ সম্পর্কে এখনই চূড়ান্ত কোনো মন্তব্য করা সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ।

রোববার দুপুরে চট্টগ্রামের ছাত্রলীগ নেতা দিয়াজের দ্বিতীয় দফায় ময়নাতদন্ত শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড এ ময়নাতদন্ত করে।

তিনি জানান, তারা ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন ও আগের ময়নাতদন্তকারী চিকিৎসকসহ অন্যদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত ময়নাতদন্ত প্রতিবেদন দাখিল করবেন।

এছাড়া দিয়াজের দাঁত, গলার টিস্যু ও লিভার কিছু অংশ পরীক্ষার জন্য ঢামেকের হিস্টোপ্যাথলজি বিভাগে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এমইউ/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।