সবুজ ব্যাংকিংকে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক


প্রকাশিত: ০৭:৩৫ এএম, ০৫ মার্চ ২০১৫

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, সবুজ ব্যাংকিংকে মূলধারার ব্যাংকিং করা হচ্ছে। গত কয়েক বছরে আমরা একাজে অনেক দূর এগিয়ে এসেছি। বাংলাদেশ ব্যাংক সবুজ ব্যাংকিংকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তার জন্য ২০১৫ সাল থেকে সবুজ ব্যাংকিং ও সবুজ বিনিয়োগে অর্থায়ন বাধ্যতামূলক করা হয়েছে। এজন্য ৪৭টি সেবা খাত বের করা হয়েছে। টেকসই উন্নয়নে সবুজ ব্যাংকিং জরুরি।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে আমারি হোটেলে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে নরডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজ ও ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব ডেনমার্ক।

এতে ঢাকাস্থ ডেনমার্কের রাষ্ট্রদূত এলেন ফুজ এক্সজেরসহ সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। গভর্নর বলেন, টেকসই উন্নয়নের জন্য সবুজ বিনিয়োগে যেতে হবে আমাদের। আমরা কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে সেই চেষ্টাই করে যাচ্ছি। আমরা নীতি ও বিধি-বিধান দিয়ে ব্যাংকগুলোকে এক্ষেত্রে সহায়তা দিচ্ছি।

তার মতে, পরিবেশে বান্ধব বিনিয়োগের কোনো বিকল্প নেই। আমাদের সেই সময় চলে এসেছে। তিনি জানান, বাংলাদেশ ব্যাংক ৪৭টি পণ্য নির্ধারণ করেছে। তার মধ্যে ২৩টি ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক পুনঃঅর্থায়ন করছে। ব্যাংকগুলোর এখনই সময় সবুজ পণ্য বাজারে নিয়ে এসে প্রতিযোগিতা করা।   

আগামী ২০১৬ সাল থেকে ব্যাংকগুলোকে তাদের বিনিয়োগের ৫ শতাংশ সবুজ অর্থায়ন করতে হবে বলেও জানান তিনি।

এসএ/ বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।