রাজধানীতে বিষাক্ত মাছ খেয়ে শিশুসহ ৪ জনের মৃত্যু
রাজধানীর কদমতলী থানার ধোলাইপাড় এলাকায় বিষাক্ত মাছ (পটকা মাছ) খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেলে তিন জনের মৃত্যু হয়। পরে চিকিৎসারত অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- শাহীন (২৮), সুজা (২৫), জুম্মন (১২) ও নবীন (৯)।
এলাকাবাসী জানায়, পটকা মাছ খেয়ে অসুস্থ হয়ে পড়লে সোমবার রাতে একই পরিবারের পাঁচজনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন অবস্থায় রাত পৌনে ১২টার দিকে শাহীন, জুম্মন ও নবীন মারা যায়। মঙ্গলবার ভোর রাত চারটার দিকে মারা যান সুজা।
এই ঘটনায় আরও ১ জন গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কদমতলী থানার হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল জানান, সোমবার দুপুরে স্থানীয় একটি বাজার থেকে পটকা মাছে আনার পর বিকালে রান্না করেন তিনি। রাত ৯টার দিকে বাসার সবাই ওই মাছ দিয়ে ভাত খায়। ফরিদা নিজেও ভাতের সঙ্গে কিছুটা মাছ খান। এর আধা ঘণ্টার মধ্যে হঠাৎ জুম্মন, রবিন ও সুরুজ অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়দের সহায়তায় ফরিদা সবাইকে নিয়ে রাত সোয়া ১১টার দিকে হাসপাতালে আসলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।