২০১৫ সালেই উড়বে গুগলের ড্রোন
বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবার প্রসারে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল। প্রজেক্ট লুনের আওতায় বেলুনে সংশ্লিষ্ট সেবা প্রসারের কার্যক্রম এরই মধ্যে শুরু করেছে মার্কিন প্রতিষ্ঠানটি। এবার এ কার্যক্রমে যুক্ত হচ্ছে সৌরশক্তিচালিত ড্রোন। চলতি বছরই ‘প্রজেক্ট টাইটান’-এর আওতায় তৈরি ড্রোনের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রসারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পণ্য বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট সুন্দর পিচাই। খবর দ্য গার্ডিয়ান।
স্পেনের বার্সেলোনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০১৫-এ প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবার প্রসারে ড্রোনের ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করেন পিচাই। তিনি বলেন, গ্রাউন্ড স্টেশনভিত্তিক নেটওয়ার্ক ব্যবস্থার সুবিধা না থাকায় প্রায় ৪০০ কোটি মানুষ ইন্টারনেট সেবার বাইরে অবস্থান করছে।
বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষকে ইন্টারনেট সেবার বাইরে রেখে উন্নয়ন সম্ভব নয়। ইন্টারনেট সংযোগবিহীন এলাকাগুলোয় সৌরশক্তিচালিত ড্রোনের মাধ্যমে ইন্টারনেট সেবা সরবরাহ করা হবে। এক্ষেত্রে টাইটান ড্রোনগুলো স্যাটেলাইট হিসেবে ব্যবহার করা হবে।
সংবাদ মাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, গুগলের টাইটান ড্রোনের উন্নয়ন প্রক্রিয়া বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। ২০১৩ সালে প্রজেক্ট লুনের আওতায় বেলুনের মাধ্যমে নিউজিল্যান্ডে ইন্টারনেট সেবা সরবরাহ শুরু করে প্রতিষ্ঠানটি। সে সময় প্রায় ৩০টি বেলুন উড়ানোর মধ্য দিয়ে একটি পাইলট প্রকল্প চালু করে গুগল।
টাইটান প্রকল্প নিয়ে এক বছরের বেশি সময় ধরে কাজ করছে সংশ্লিষ্টরা। সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে ২০১৪ সালের এপ্রিলে স্যাটেলাইট নির্মাতা ‘টাইটান অ্যারোস্পেস’ অধিগ্রহণ করে প্রতিষ্ঠানটি। চলতি বছরই আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে এ প্রকল্পের মাধ্যমে ইন্টারনেট সংযোগ চালু করা হবে বলে জানিয়েছেন পিচাই।
এআরএস/আরআইপি