মোবাইল ব্যবহার করতে পারবেন কারাবন্দিরা


প্রকাশিত: ০৩:৪২ এএম, ০৫ মার্চ ২০১৫

কারাগার থেকে এবার বৈধভাবে স্বজনদের সঙ্গে  মোবাইলে কথা বলতে পারবে কারাবন্দিরা। একজন বন্দি মাসে সর্বোচ্চ দুই বার এ সুযোগ পাবেন। তবে এ সুযোগ পাবে না কারাগারে থাকা জঙ্গি ও ভয়ংকর সন্ত্রাসীরা। বন্দি ও তাদের আত্মীয়-স্বজনদের মধ্যে যোগাযোগ সহজীকরণ, কারাগারে অবৈধভাবে মোবাইল  ব্যবহার বন্ধ এবং কারা অনিয়ম ও দুর্নীতি রোধে এ পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এসব তথ্য।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান নিজ দফতরে সাংবাদিকদের বলেন, উন্নত বিশ্বের আদলে কারাগারে সুযোগ-সুবিধা বাড়ানোর একটি উদ্যোগ সরকারের রয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কারাবন্দিদের সঙ্গে দেখা করতে তাদের আত্মীয়-স্বজনরা কষ্ট করে ঢাকায় আসে। এতে তাদের শারীরিক ও আর্থিক ক্ষতি হয়। সরকারের নিয়ন্ত্রণে বন্দিদের মোবাইল ফোনে আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ থাকলে কারা অনিয়ম ও দুর্নীতিও অনেকটা কমে যাবে।

সূত্র আরও জানায়, কারাগারগুলোর অনিয়ম ও দুর্নীতি দূর করতে গত বছরের সেপ্টেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের (আইন ও পরিকল্পনা) নেতৃত্বে ৮ সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়। কমিটির মতে, কারাগারে থাকা ভয়ংকর সন্ত্রাসীদের সঙ্গে বাইরের জগতের অপরাধীদের যোগাযোগ বন্ধ করতে হলে কারাগারে অবৈধ মোবাইল ব্যবহার বন্ধ করতে হবে। প্রয়োজনে শক্তিশালী জ্যামার স্থাপন করতে হবে। সার্বক্ষণিক সচল রাখতে পর্যাপ্ত ক্ষমতার জেনারেটরের ব্যাকআপ রাখতে হবে। বর্তমানে যেসব জ্যামার রয়েছে তা ১০০-১২০ মিটার রেঞ্জের এবং অনেক পুরনো মডেলের। মোবাইল টাওয়ারের সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় এসব জ্যামার কাজে আসছে না। এর পাশাপাশি বৈধভাবে মুঠোফোনের মাধ্যমে বন্দিদের আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ দিলে এবং তা ট্র্যাকিং করা হলে অনিয়ম কমে যাবে। এ জন্য প্রয়োজনে সব কারাগারে মোবাইল বুথ স্থাপন করতে হবে। ওই কমিটি কয়েকটি বৈঠক করে মোবাইল বুথ স্থাপন সংক্রান্ত একটি খসড়া নীতিমালা প্রায় চূড়ান্ত করে। তাতে বলা হয়- কারা অধিদফতরের নিজস্ব ব্যবস্থাপনায় কারাগারগুলোতে মোবাইল বুথ স্থাপন করা হবে। এর মাধ্যমে কারাবন্দিরা তাদের পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলতে পারবেন। এ ব্যবস্থা প্রবর্তনে কারা কর্তৃপক্ষ একটি ওয়ার্কিং কমিটি গঠন করবে।

মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয় কারাগারে মোবাইল বুথ পরিচালনা সংক্রান্ত খসড়া নীতিমালা বাস্তবায়ন বিষয়ে বৈঠক। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র সচিব ড. মোজাম্মেল হক খান। বৈঠকে উপস্থিত ছিলেন এমন একজন কর্মকর্তা জানান, দেশের কারাগারগুলোর অনিয়ম ও দুর্নীতি এখন ওপেন-সিক্রেট। অভিযোগ রয়েছে, সন্ত্রাসী ও দাগি আসামিরা কারাগারে বসেই মুঠোফোনের মাধ্যমে অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছে। এ কাজে কারারক্ষীদের কেউ কেউ সহযোগিতা করছেন। তাই কারা কর্তৃপক্ষের উদ্যোগেই বন্দিদের মোবাইলে স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ দিলে এ ধরনের অপরাধ কমতে পারে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। প্রস্তাবিত নীতিমালায় আরও কিছু বিষয় সংযুক্ত করার পরামর্শ দেয়া হয়েছে বলেও উল্লেখ করেন ওই কর্মকর্তা। সূত্র : যুগান্তর

এসএইচএ/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।