রাশিফল : ১২ আগস্ট ২০১৪


প্রকাশিত: ০১:১১ পিএম, ১২ আগস্ট ২০১৪

মেষ রাশি(২১ মার্চ-২০ এপ্রিল)
অন্যের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। নিজের কাজে অধিকতর মনে মনযোগী হলে ভালো করবেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। কোনো বন্ধু পড়াশোনায় সহযোগিতা করতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ।

বৃষ রাশি(২১ এপ্রিল-২০ মে)
মিথ্যা বদনাম এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো ধরনের ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সতর্কতার সাথে মোকাবেলা করুন। কোনো আত্মীয় দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। ভ্রমণের পরিকল্পনা বাতিল করলেই ভালো করবেন। প্রবাসীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়।

মিথুন রাশি(২১ মে-২০ জুন)
ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যের লাভ যোগ আছে। মানসিক দ্বিধা-দ্বন্দ্বের অবসান ঘটতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তি যোগ আছে।

কর্কট রাশি(২১ জুন-২০ জুলাই)
বাণিজ্যিক ক্ষেত্রে প্রতিযোগিতা অব্যাহত থাকবে। বিক্রয়-বাণিজ্যের লাভ যোগ আছে। ব্যবসায়িক সাফল্য আনন্দদায়ক হতে পারে। কোনো বন্ধু আজ ঠকাতে চেষ্টা করবে। কোনো কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। যোগাযোগ শুভ।

সিংহ রাশি(২১ জুলাই-২১ আগস্ট)
আর্থিক দিক কিছুটা ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগমের সম্ভাবনা আছে। কোনো বন্ধুর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। অন্যের জন্য অর্থ ব্যয় হওয়ার আশঙ্কা আছে। মিথ্যা বদনামকে ভয় না পেলেই ভালো করবেন। শরীর ভালো যাবে না।

কন্যা রাশি(২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। পিতৃস্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। ভ্রমণ আনন্দদায়ক হবে।

তুলা রাশি(২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
শিক্ষার সাথে সম্পৃক্তদের জন্য দিনটি শুভ। শিক্ষক-অধ্যাপকদের কর্মপরিবেশ অনুকূল থাকবে। ব্যবসায়িক দিক ভালো যাবে। ভাই-বোনদের কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। আয়ের ক্ষেত্রগুলো সচল থাকবে। যাত্রা ও যোগাযোগ শুভ।

বৃশ্চিক রাশি(২৩ অক্টোবর-২১ নভেম্বর)
পিতার জন্য কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। মন চঞ্চল থাকবে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা আছে।

ধনু রাশি(২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। বিক্রয়-বাণিজ্যে লাভ যোগ আছে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। শরীর খুব একটা ভালো নাও যেতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। মন ভালো থাকবে।

মকর রাশি(২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দাম্পত্য ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। অংশীদারি ব্যবসায় ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। কেউ আজ আপনাকে ঠকাতে পারে। পারিবারিক পরিবেশ খুব একটা খারাপ যাবে না। আর্থিক দিক ভালো যাবে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে।

কুম্ভ রাশি(২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। প্রতারিক হওয়ার আশঙ্কা আছে। পাওনা টাকা আদায় হতে পারে। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। রোমান্স শুভ নয়।

মীন রাশি(১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
পিতৃস্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ধরনের বাধা সৃষ্টি হতে পারে। তবে আর্থিক দিক ভালো যাবে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। বিনোদন শুভ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।