প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি`র লিখিত পরীক্ষা ৬ মার্চ


প্রকাশিত: ০৮:৪০ পিএম, ০৪ মার্চ ২০১৫

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৩)-এর নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ মার্চ।

সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তার ১টি পদসহ মোট ১৫টি পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।

অন্য পদগুলো হল- সিস্টেম এনালিস্ট-এর ১টি, পরিসংখ্যানবিদ-এর ২টি, মেইনটেন্যান্স প্রকৌশলী-এর ১টি, ইন্সট্রাক্টর (কম্পিউটার সায়েন্স)-এর ৬টি, ইন্সট্রাক্টর (ইউআরসি)-এর ১টি, সহকারি ইন্সট্রাক্টর (ইউআরসি)-এর ৩টি পদ।

রাজধানীর মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০.০০ টায় অনুষ্ঠিত হবে পরীক্ষা।

পরীক্ষা গ্রহণের জন্য নতুন কোনও প্রবেশপত্র ইস্যু করা হবে না। মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি ২০১৫ তারিখে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।