দেশে ফিরেছেন গ্ল্যামারাস মডেল রুহি


প্রকাশিত: ০২:৪৩ এএম, ১২ আগস্ট ২০১৪

দীর্ঘ চার মাস দেশের বাইরে কাটিয়ে সমপ্রতি দেশে ফিরেছেন গ্ল্যামারাস মডেল-অভিনেত্রী রুহি। সরাসরি লন্ডন থেকে তিনি ঢাকা এসেছেন। নিজের অভিনীত প্রথম ছবি ‘সংগ্রাম’ নিয়ে তিনি গিয়েছিলেন লন্ডন-ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। এর বাইরে তিনি ছবিটি নিয়ে সিঙ্গাপুরের দর্পণ ও কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেন।

এর আগে অবশ্য একটি ছবির শুটিং করতে কলকাতা যান তিনি। সেখানে ‘গ্ল্যামার’ নামক একটি ছবির কাজ করেছেন। ছবিতে পরমব্রত’র বিপরীতে দেখা যাবে তাকে। এই ছবির শুটিং করতে গিয়ে কলকাতার আরও বেশ কিছু পরিচালকের সঙ্গে কথা হয়েছে রুহির। প্রস্তাবও পেয়েছেন কিছু ছবির। তবে ব্যাটে-বলে মিললেই সেগুলোতে চুক্তিবদ্ধ হবেন তিনি।

এদিকে চার মাস পর দেশে ফিরেই আবারও দেশের মিডিয়ায় সরব হয়ে উঠেছেন রুহি। ব্যস্ত রয়েছেন ‘জিরো ডিগ্রি’ ছবির কাজ নিয়ে। অনিমেষ আইচ পরিচালিত এ ছবির শুটিং শেষ করে গিয়েছিলেন তিনি। এখন ডাবিংয়ের কাজে অংশ নিচ্ছেন। ছবিতে তাকে দেখা যাবে মাহফুজ আহমেদের বিপরীতে। আরও রয়েছেন জয়া আহসান।

এ ছবি প্রসঙ্গে রুহি বলেন, ‘জিরো ডিগ্রি’সহ কিছু জমা হওয়া কাজ দেশে ফিরে এখন করছি। আরও নতুন কিছু কাজের প্রস্তাবও এসেছে। এর মধ্যে একটি ধারাবাহিকও রয়েছে। পাশাপাশি নতুন ছবি নিয়ে কথাবার্তা হচ্ছে। দেখা যাক কি হয়। এদিকে দুই বাংলার চলচ্চিত্রেই সমানতালে কাজ করতে চান রুহি। এপার এবং ওপার এই দুই বাংলাতেই কাজ করা শুরুও করে দিয়েছেন। এখন এই পথে নিয়মিত হওয়ার সব ধরনের প্রস্তুতিই সম্পন্ন করেছেন এই অভিনেত্রী।

দুই বাংলার ছবিতে অভিনয় প্রসঙ্গে রুহি বলেন, আমার মনে হয় আমাদের দেশে এখন অসাধারণ সব ছবি তৈরি হচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্ম নতুন চিন্তাভাবনা নিয়ে কাজ করছেন। তাই দেশীয় চলচ্চিত্রে নিয়মিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে অবশ্যই গল্প এবং তাতে আমার চরিত্র পছন্দ হলে। অন্যদিকে কলকাতার ‘গ্ল্যামার’ ছবিতে কাজ করছি। এরই মধ্যে আরও প্রস্তাব এসেছে ছবির। ব্যাটে-বলে মিলে গেলে করবো। আমি মনে করি অভিনয় একটি ইউনিভার্সাল ব্যাপার। এর কোন সীমারেখা নেই। ভাল ছবি হলে আমি সাত সমুদ্র তের নদী পাড়ি দিতেও রাজি। কারণ, একটা ভাল ছবি কিংবা চরিত্র সারা জীবন মানুষের মাঝে বেঁচে থাকার জন্য যথেষ্ট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।