মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে ৯২৬ পদে নিয়োগ হবে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে শিগগিরই নতুন করে ৯২৬টি পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে এবং ভবিষ্যতে চাহিদার ভিত্তিতে অন্যান্য শূন্য পদও পূরণ করবে সরকার। বুধবার রাজধানীর মৎস্য ভবনের সম্মেলন কক্ষে এক সেমিনারে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি ক্ষেত্রে দক্ষতার সঙ্গে দেশকে এগিয়ে নিচ্ছেন। মায়ের মমতায় তিনি দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাই সকলের এ কাজে সহযোগিতা করা উচিত।
গরু ও মাছের জাত উন্নয়ের বিষয়ে নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ডিজিটালাইজড ব্যবস্থা কাজে লাগিয়ে গরু ও মাছের উন্নত জাত উদ্ভাবন করতে হবে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিবিড় গবেষণার মাধ্যমে ইলিশসহ বিভিন্ন মাছের উন্নয়ন নিশ্চিত করতেহবে।
প্রবীনদের বটগাছের সঙ্গে তুলনা করে প্রতিমন্ত্রী বলেন,অবসরপ্রাপ্ত কর্মকর্তারা তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের চাষিদের অনুপ্রাণিত করতে পারেন। তারা বটগাছের মতো দেশের মানুষকে ছায়া দিয়ে সমাজে শান্তির বাতাবরণ তৈরি করতে পারেন।
মৎস্য অধিদফতরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতি এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে অনুষ্ঠানের সারসংক্ষেপ তুলে ধরেন সংগঠনের সভাপতি মো. লিয়াকত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মৎস্য অধিদফতরের মহাপরিচালক ড. সৈয়দ আরিফ আজাদ।
এ সময়ে আরো বক্তব্য রাখেন মৎস্য অধিদফতরের প্রাক্তন পরিচালক মো. জহিরুল ইসলাম, মৎস্য অধিদফতরের প্রাক্তন মহাপরিচালক মো. মাসুদুর রহমান ও মো. নাসির উদ্দিন আহমেদ প্রমুখ।
এসআরজে