খালেদা ও আইভির বিরুদ্ধে পতাকা ব্যবহারবিধি না মানার অভিযোগ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভি জাতীয় পতাকা ব্যবহারের বিধি মানছেন না বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান ও স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী। এ বিষয়ে প্রধানমন্ত্রীর মাধ্যমে প্রতিকার দাবি করেন তারা।
বুধবার জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে আলোচনার সুযোগ নিয়ে তারা এ অভিযোগ উত্থাপন করেন।
ডা. রুস্তম আলী ফরাজী জাতীয় পতাকা বিধি উল্লেখ করে বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র আইভি কীভাবে তার গাড়িতে জাতীয় পতাকা উড়ান? কে কে গাড়িতে ও বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করতে পারবেন, তা তো স্পষ্ট বলা আছে। তাহলে মেয়রের পদকে কি প্রতিমন্ত্রীর মর্যাদা দেয়া হয়েছে?’
এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ব্যাখ্যা দাবি করে তিনি বলেন, ‘এ বিষয়ে সরকারি নির্দেশনা স্পষ্ট করা না হলে কালকে ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানরাও জাতীয় পতাকা ব্যবহার শুরু করবে। এমপিরাও বসে থাকবে কেন? এভাবে যে কেউ পতাকা ব্যবহার শুরু করলে পতাকার সম্মান ভুলুণ্ঠিত হবে। ক্যাবিনেটের সিদ্ধান্ত ছাড়া একজন মেয়র তার গাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের সাহস পায় কী করে?’
এরপর ফ্লোর নিয়ে শামীম ওসমান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ইঙ্গিত করে বলেন, ‘একজন জঙ্গি নেত্রী হরতাল অবরেধে নামে দেশে নাশকতা সৃষ্টি করছে, মানুষ পুড়িয়ে মারছে। তিনি কীভাবে, কোন প্রটোকলে নিজের পিছনে দলীয় পতাকার সঙ্গে জাতীয় পতাকা রেখে বিদেশিদের সঙ্গে বৈঠক করেন? জাতীয় পতাকা বিধি মানা হলে কোনো মেয়র ও কোনো জঙ্গি নেত্রী এভাবে জাতীয় পতাকার অবমাননা করতে পারতো না।’ তিনি জাতীয় পতাকা ব্যবহারে পতাকা বিধি কঠোরভাবে কার্যকর করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।
এসআরজে