শিগগিরই প্রাথমিকে ১০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য পদে ১০ হাজারের বেশি প্রধান শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে কমিটি। বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের নিয়োগ এবং পদোন্নতি সংক্রান্ত কমিটির সভায় এ সুপারিশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস।
গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রাথমিকের সহকারী শিক্ষকদের মধ্য থেকে ৬৫ শতাংশের পদোন্নতি এবং পরীক্ষা নিয়ে নতুন করে ৩৫ শতাংশ প্রধান শিক্ষকের পদ পূরণ করার বিধান রয়েছে। বর্তমানে ১০ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় সহকারী শিক্ষক দায়িত্ব পালন করছেন। এতে শিক্ষা কার্যক্রমেও বিঘ্ন ঘটছে।
মন্ত্রণালয়ের সভায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণে জোর দিয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস বলেন, প্রধান শিক্ষকের শূন্য পদে নিয়োগের জন্য মন্ত্রণালয় চূড়ান্ত করবে। চূড়ান্ত হলে শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ করা শূন্য পদগুলো পূরণ করা হবে।
এএইচ/আরআই