ক্ষমতার বিকেন্দ্রীকরণে উদ্যোগী সরকার : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং সেবাকে আরো বিস্তৃত করতে বর্তমান সরকার উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি বুধবার সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য আতিউর রহমান আতিকের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ঢাকার সাথে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় আসে তখনই দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে উদ্যোগ গ্রহণ করে। রাজধানীর সাথে দেশের অন্যান্য জেলাগুলোর যোগাযোগ ব্যবস্থাকে আরো উন্নত করার জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়ককে ৪ লেনে উন্নীত করাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ মহাসড়কটি ৪ লেনে উন্নীত করার জন্য দ্রুত এগিয়ে চলছে। পাশাপাশি ঢাকার সাথে রেল যোগাযোগও বাড়ানো হয়েছে। এ জন্য নতুন নতুন রেল লাইন স্থাপন করা হচ্ছে। রেল মন্ত্রণালয়কেও আলাদা করা হচ্ছে। ময়মনসিংহকে পূর্ণাঙ্গ বিভাগ করা হলে সেখানে যোগাযোগ ব্যবস্থাসহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। বিভাগীয় হেড কোয়ার্টারের সাথে প্রতিটি জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে।
জাতীয় পার্টির সদস্য কাজী ফিরোজ রশীদের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে সে অনুযায়ী সাধারণ মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে সরকার আরো তিনটি নতুন বিভাগ করার সিদ্ধান্ত নিয়েছে। বৃহত্তর ফরিদপুর, বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল নিয়ে এ তিনটি বিভাগ গঠিত হবে। সংশ্লিষ্ট জেলার মানুষের সুযোগ-সুবিধার ওপর ভিত্তি করে এ বিভাগগুলোর সীমানা নির্ধারণ করা হবে।
তিনি বলেন, নতুন এ বিভাগগুলো গঠিত হলে মানুষের রাজধানীতে আসার প্রবণতা কমবে, বিভাগীয় সদর দপ্তরের সাথে সংশ্লিষ্ট জেলার যোগাযোগ বৃদ্ধি পাবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা উত্তর বাংলাদেশে ক্ষমতা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে ১৯টি জেলা থেকে ৬০টি জেলা গঠন করেন।
এএ