কোকোর চেহলাম অনুষ্ঠিত


প্রকাশিত: ০২:৫২ পিএম, ০৪ মার্চ ২০১৫

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চেহলাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকেই কোরানখানীর মাধ্যমে চেহলাম শুরু হয়। বাদ আছর দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
 
কার্যালয়ের দ্বিতীয়তলায় মোনাজাতে অংশ নেন খালেদা জিয়া। এ সময় তার সঙ্গে ছিলেন, দলের ভাইস-চেয়ারম্যান সেলিমা রহমান ও মহিলাদলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।
 
নিচতলায় মিলাদ ও মোনাজাতে অংশ নেন- ব্যারিস্টার রফিক উল হক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা এম এ কাইয়ুম, সাবেক এমপি মেজর (অব.) আকতারুজ্জামান, খালেদা জিয়ার চাচাতো ভাই জাহিদ হোসেন, তার দুই ছেলে আকিদ ও আসাদ। চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, মাহবুব আলামিন ডিউ, একান্ত সচিব আব্দুস সাত্তার, নিরাপত্তা সমন্বয়ক কর্নেল (অব.) আবদুল মজিদ, প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খানসহ কার্যালয়ে অবস্থানকারী প্রায় ৫০জন কর্মকর্তা-কর্মচারী।
 
কোকোর চেহলাম উপলক্ষে বেলা সোয়া ১১টা থেকে কার্যালয়ে বাড্ডা আজিজিয়া এতিমখানা মাদ্রাসার কয়েকজন আলেম দিনব্যাপী কোরআন তেলাওয়াত করেন।
 
গুলশান কার্যালয়ের সামনে দলের কিছুকর্মী কোকোর চেহলামের মোনাজাতে অংশ নেয়। দোয়া ও মোনাজাত শেষে কার্যালয়ের সামনে তবারক (তেহারী) বিতরণ করা হয়। চেহলাম উপলক্ষে গুলশান কার্যালয়ে তেহারী নেওয়ার অনুমতি দেয় পুলিশ। মালয়েশিয়ায় অবস্থানকারী কোকো গত ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।