রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত বিচারপতিদের সাক্ষাৎ


প্রকাশিত: ০১:৫৪ পিএম, ০৪ মার্চ ২০১৫

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত ১০ বিচারপতি বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার তারা এ সাক্ষাৎ করেন।  

এসময় রাষ্ট্রপতি মামলা জট কমানোর প্রতি গুরুত্ব আরোপ করেন এবং বলেন, এ জন্য নিন্ম ও উচ্চ আদালত উভয় ক্ষেত্রে আরও বিচারক প্রয়োজন। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।

সাক্ষাতে যাওয়া বিচারপতিগণ হলেন, এস এম মজিবুর রহমান, ফরিদ আহমেদ শিবলি, আমীর হোসেন, খিজির আহমেদ চৌধুরী, রাজিক আল জলিল, জ্যেতির্ময় নারায়ণ দেব চৌধুরী, ভীষ্মদেব চৌধুরী, এম ইকবাল কবির, এম সেলিম ও এম সোহরাওয়ার্দী।

এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।