কারাগারকেই তিনি নিরাপদ মনে করেন : প্রধানমন্ত্রী


প্রকাশিত: ১২:১৯ পিএম, ০৪ মার্চ ২০১৫

কারাগারকেই নিরাপদ জায়গা মনে করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ জন্য তিনি আদালতে হাজিরা না দিয়ে ইচ্ছাকৃতভাবে গ্রেফতার হতে চান। বুধবার জাতীয় সংসদে জাতীয় পার্টির জিয়া উদ্দিন আহমেদ বাবলুর সম্পূরক এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, জনরোষ থেকে বাঁচতে বিএনপি চেয়ারপারসন নিজেই গ্রেফতার চাচ্ছেন। এর মাধ্যমে তিনি বিদেশিদের সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন। এছাড়া তিনি (খালেদা) নিজের কার্যালয়ে অবস্থান করে নাটুকেপনা করে জনগণের সিমপ্যাথি (সহানুভূতি) নিতে চাচ্ছেন।

তিনি বলেন, খালেদা জিয়া যেভাবে জঙ্গিবাদী তৎপরতা চালিয়েছেন, তাতে তিনি নিজেই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছেন। এ কারণে তিনি কোর্টে যান না। আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। তিনি নাকি আদালতে যাবেন না। তার নাকি নিরাপত্তার অভাব। যিনি মানুষ পুড়িয়ে হত্যা করে তার নাকি নিরাপত্তা দিতে হবে আমাদেরকে। তারপরেও দেশে যাতে আইনের শাসন চলে তার জন্য যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। তারপরেও তিনি আদালতে যাননি। এখন কোর্ট যেভাবে নির্দেশ দেবে সে ভাবেই তার ব্যবস্থা নেয়া হবে।

প্রধানমন্ত্রী দাবি করেন, তার সঙ্গে বিএনপির বেশ কয়েকজন সাবেক এমপির কথা হয়েছে, তারাও খালেদা জিয়ার এসব জঙ্গিবাদি কর্মকাণ্ড পছন্দ করেন না। তারা দেশের শান্তি চান।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জারিকৃত গ্রেফতারি পরোয়ানা বুধবার বহাল রেখেছেন আদালত। তবে এ মামলার আরেক আসামি খালেদার ছেলে ও দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের জামিন মঞ্জুর করা হয়েছে।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।