পাকিস্তানে বাংলাদেশি হাই কমিশনারের মেয়াদ বৃদ্ধি


প্রকাশিত: ১১:১২ এএম, ০৪ মার্চ ২০১৫

পাকিস্তানে বাংলাদেশি হাই কমিশনার সোহরাব হোসেনকে নতুন মেয়াদে নিয়োগ দিয়েছে সরকার। তিনি আরও এক বছর সেখানে দায়িত্ব পালন করবেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এই কথা জানানো হয়েছে।

জানা গেছে, ২০১০ সাল থেকে সোহরাব হোসেন পাকিস্তানে বাংলাদেশি হাই কমিশনারের পদে রয়েছেন। এর আগে তিন দফা তার চুক্তির মেয়াদ বাড়ায় সরকার। এ নিয়ে ৪র্থ দফায় তিনি একই পদে নিয়োগ পেলেন। চুক্তির অন্য শর্তাবলি আগের মতোই বহাল থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এসএ/এএইচ/পিআর

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।