গুলশান কার্যালয়ে রফিকুল হক ও আখতারুজ্জামান


প্রকাশিত: ১১:০৯ এএম, ০৪ মার্চ ২০১৫

সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর  চেহলামে অংশ নিতে গুলশান কার্যালয়ে প্রবেশ করেছেন প্রবীণ আইনজীবী রফিকুল হক ও সাবেক এমপি মেজর (অব.) মো: আখতারুজ্জামান। বুধবার বিকাল ৪টা ৩৫ মিনিটে তারা কার্যালয়ে প্রবেশ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি কার্যালয়ে প্রবেশের আগে প্রবীণ আইনজীবীর নাম ফটকের সামনে অবস্থানরত ডিবি পুলিশ তালিকাভুক্ত না করলেও মেজর আখতারুজ্জামানের নাম তালিকাভূক্ত করেন।

কার্যালয় সূত্র জানায়, বাদ আসর আরাফার রহমান কোকাের রুহের মাগফিরাত কামনা অনুষ্ঠানে অংশ নিতে তারা কার্যালয়ে প্রবেশ করেছেন।

এমএম/এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।