অভিষেকের অপেক্ষায় রদ্রিগেজ
রিয়াল মাদ্রিদে যোগ দিলেও এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলা হয়নি জেমস রদ্রিগেজের। স্প্যানিশ ক্লাবটির হয়ে মাঠে নামার জন্য অপেক্ষার প্রহর গুনছেন এই তরুণ কলম্বিয়ান ফুটবলার। রিয়ালের জার্সিতে নিজের ডেব্যু ম্যাচটিকে স্মরণীয় করে রাখতেও মুখিয়ে রয়েছেন তিনি। অবশ্য তরুণ রদ্রিগেজের এই অপেক্ষার ইতি ঘটতে যাচ্ছে মঙ্গলবার রাতে। এই রাতে উয়েফা সুপার কাপ ফুটবলে স্বদেশী সেভিয়ার বিপক্ষে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। ম্যাচে রিয়ালের জার্সিতে জেমস রদ্রিগেজের অভিষেক ঘটবে বলে জানিয়েছে স্প্যানিশ মিডিয়াগুলো।
এবারের বিশ্বকাপ ফুটবলে যে ক’জন তরুণ ফুটবলার তারকা খ্যাতি অর্জন করেছেন জেমস রদ্রিগেজ তাদের অন্যতম। আসরে ৬ গোল করে লিওনেল মেসি, নেইমার, থমাস মুলারদের মতো তারকাদের হারিয়ে বিশ্বকাপের সেরা গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জিতে নিয়েছেন কলম্বিয়ার এই তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার। যে কারণেই তাকে ৮০ মিলিয়ন ইউরো খরচ করে দলে টেনেছে রিয়াল মাদ্রিদ। এর প্রতিদান হিসেবে রিয়ালকে একের পর এক শিরোপা উপহার দিতে চান রদ্রিগেজ। মঙ্গলবার সেভিয়ার বিপক্ষে রিয়ালের জার্সিতে নিজের অভিষেক ম্যাচকে তাই স্মরণীয় করে রাখতে বদ্ধপরিকর বিশ্ব ফুটবলের নতুন সেনসেশন।
কার্ডিফের মাটিতে সুপার কাপের এই ম্যাচে অভিষেক হতে পারে রিয়ালের আরও ২ নতুন রিক্রুটের; এদের একজন টনি ক্রুস, অন্যজন কেইলর নাভাস।