শাহজালালে কোটি টাকার ভারতীয় ওষুধ জব্দ


প্রকাশিত: ০৫:৪৭ এএম, ০৪ মার্চ ২০১৫

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় এক কোটি টাকা মূল্যমানের ১৬০ কেজি ভারতীয় ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

বুধবার ভোরে থাইল্যান্ডের ব্যাংকক থেকে আসা একটি ফ্লাইট থেকে এসব ওষুধ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী কমিশনার উম্মে নাহিদা আক্তার।

তিনি জানান, এসব ওষুধের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা। এসব ওষুধের অধিকাংশই ব্যথানাশক ও হৃদরোগের।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।