ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নে সুপারিশ কমিটি গঠন


প্রকাশিত: ০৫:২৩ এএম, ০৪ মার্চ ২০১৫

সামগ্রিকভাবে পরীক্ষা ও পর্যালোচনা করে ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নে সুপারিশ  কমিটি গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব নজরুল ইসলামকে প্রধান করে ৯ সদস্যের এ কমিটিকে দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

এর আগে ২৬ জানুয়ারি ময়মনসিংহ বিভাগ গঠনে সম্মতি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয় মন্ত্রিসভা। কমিটির অন্য সদস্যরা হলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি (মহাপরিচালক পর্যায়ের), জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রতিনিধি, ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (জেলা ও মাঠ প্রশাসন) এবং উপসচিব (জেলা ও মাঠ প্রশাসন)।

এসএইচএ/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।