বনানীতে স্বপ্নকে সোয়া লাখ টাকা জরিমানা


প্রকাশিত: ১২:০৯ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৬

রাজধানী বনানীর অভিজাত বিপণিবিতান স্বপ্নকে ১ লাখ ২৫ হাজার জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলাও হয়েছে। এছাড়া একই অপরাধে শেফ কুইজিন এবং সুইট বেকারির নামে ২টি মামলাসহ ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার বিকেলে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

একই ফ্রিজারে একই সঙ্গে মাছ ও মাংস হিমায়িত রাখা এবং প্যাকেটজাতকরণের তারিখ ও মেয়াদ উল্লেখ না করে বিক্রির অপরাধে দোকানটিকে এ জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার জাগো নিউজকে জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর অধীনে দোকানটিকে দোষী সাব্যস্ত করে মামলাসহ জরিমানা করা হয়।

অভিযানকালে ফুটপাত অবৈধ দখলের অভিযোগে বনানী সিটি কর্পোরেশন কমিউনিটি সেন্টার সংলগ্ন ৫টি ফুলের দোকানের প্রতিটিকে ৭ হাজার টাকা করে জরিমানা করা হয়। এদের বিরুদ্ধে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনের ২০০৯ অধীনে ৫টি মামলাও করা হয়।

এমএসএস/জেএইচ/জেআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।