গাড়িতে আগুন দিলেই যৌথবাহিনীর অভিযান


প্রকাশিত: ০৪:৩৭ এএম, ০৪ মার্চ ২০১৫

চলমান অবরোধ ও হরতালে দুর্বৃত্তরা যেখানে যানবাহনে আগুন দেবে, সেই এলাকায় তাৎক্ষণিকভাবে যৌথবাহিনী অভিযান চালাবে। এ জন্য আগাম কোনো অনুমতির প্রয়োজন হবে না। উপরোক্ত বিষয় উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর স্বাক্ষরিত চিঠি পাওয়ার পরই আইনশৃংখলা বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি স্বীকার করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা।

সূত্র জানায়, চিঠিতে বলা হয়েছে, নাশকতা প্রতিরোধ, যাত্রী পরিবহন, পণ্য সরবরাহ এবং জীবনমান স্বাভাবিক রাখার জন্য সন্ত্রাসীরা যেখানে যানবাহনে আগুন দেবে সেই এলাকায় তাৎক্ষণিকভাবে যৌথ বাহিনীর অভিযান শুরু করতে হবে। দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। খুনিদের ধরার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে এবং বিচার কার্যক্রম অব্যাহত থাকবে। এসব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণপূর্বক প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।

ওদিকে সারা দেশে নাশকতা বৃদ্ধি পাওয়ায় ভাড়ায়চালিত, মিনিবাস ও হিউম্যান হলারে অগ্নিনির্বাপক যন্ত্র ও ফার্স্ট এইড বক্স রাখার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের চিঠির ভিত্তিতে ২৪ ফেব্র“য়ারি এ নির্দেশনা জারি করা হয়। চিঠির কপি দেশের সাত বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার ডিসিকে পাঠানো হয়েছে। সূত্র : যুগান্তর

এসএইচএ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।