মরিশাসে নতুন হাই কমিশনার আবদুল মান্নান


প্রকাশিত: ০৩:৫৬ এএম, ০৪ মার্চ ২০১৫

সরকার প্রশাসন ক্যাডারের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আবদুল মান্নান হাওলাদারকে মরিশাসে বাংলাদেশের নতুন হাইকমিশনার নিযুক্ত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ কথা ঘোষণা করেছে।

কূটনৈতিক পদে নিয়োগ দেয়ার জন্য বিসিএস (প্রশাসন) ক্যাডারের সচিব পদমর্যাদার এ কর্মকর্তার চাকরি ইতিমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তিনি পরিকল্পনা কমিশনের সদস্য, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের বিভিন্ন উচ্চপদে দায়িত্ব পালন করেছেন।

এসএইচএ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।