মরিশাসে নতুন হাই কমিশনার আবদুল মান্নান
সরকার প্রশাসন ক্যাডারের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আবদুল মান্নান হাওলাদারকে মরিশাসে বাংলাদেশের নতুন হাইকমিশনার নিযুক্ত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ কথা ঘোষণা করেছে।
কূটনৈতিক পদে নিয়োগ দেয়ার জন্য বিসিএস (প্রশাসন) ক্যাডারের সচিব পদমর্যাদার এ কর্মকর্তার চাকরি ইতিমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তিনি পরিকল্পনা কমিশনের সদস্য, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের বিভিন্ন উচ্চপদে দায়িত্ব পালন করেছেন।
এসএইচএ/এআরএস/এমএস