সবার দৃষ্টি আজ আদালতের দিকে


প্রকাশিত: ০২:৩৩ এএম, ০৪ মার্চ ২০১৫

টানা অবরোধ ও হরতালের মধ্যেই সবার দৃষ্টি আজ আদালতের দিকে। ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালত থেকে কী সিদ্ধান্ত আসবে তা দেখার অপেক্ষায় দেশবাসী। ওই আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও অরফানেজ ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের (রিকল) জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের শুনানি হবে।

খালেদা জিয়ার পক্ষে মঙ্গলবার ঢাকার তৃতীয় বিশেষ আদালতে পরোয়ানা প্রত্যাহারের আবেদন করলে শুনানির জন্য এ দিন ধার্য করা হয়। এ পরিস্থিতিতে আজ খালেদা জিয়া কি আদালতে হাজির হবেন? আদালত কি তার পরোয়ানা প্রত্যাহার করবেন? অথবা হাজির হতে তাকে সর্বশেষ সময় বেঁধে দেবেন? নাকি পরোয়ানা বহাল থাকবে এবং খালেদা জিয়া গ্রেফতার হবেন? মঙ্গলবার দেশজুড়ে জনমনে এসব প্রশ্ন ঘুরপাক খেয়েছে। অবশ্য আজ খালেদা জিয়ার আদালতে হাজিরা নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলেও জানিয়েছে কয়েকটি সূত্র। সে ক্ষেত্রে তার পক্ষে আদালতে অসুস্থতার সার্টিফিকেট উপস্থাপন করা হতে পারে। তবে অপর একটি সূত্র বলছে, শেষ পর্যন্ত খালেদা জিয়া আজ আদালতে হাজির হলেও হতে পারেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এখনও পুলিশের হাতে পৌঁছায়নি। পরোয়ানা হাতে পাওয়ার পর আদালতের আদেশ মানতে তারা বাধ্য। অন্যদিকে খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেছেন, খালেদা জিয়া পর্যাপ্ত নিরাপত্তা ও গুলশান কার্যালয়ে ফেরার নিশ্চয়তা পেলে আদালতে যাবেন। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার ও ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম বলেন, আদালতে হাজির হওয়ার সময় খালেদা জিয়াকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে। তবে খালেদা জিয়ার অপর আইনজীবী সানাউল্লাহ মিয়া গতরাতে বলেছেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় খালেদা জিয়ার আদালতে যাওয়া না-যাওয়ার বিষয়টি এখনও নিশ্চিত নয়। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, খালেদা জিয়া যদি আদালতে না যান, সে ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।