তেজগাঁও থেকে ৫৯৫ ইয়াবাসহ আটক ৩


প্রকাশিত: ০২:৫১ পিএম, ০৩ মার্চ ২০১৫

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার হোটেল গোল্ডেন ইন-এর সামনে থেকে ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়িকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যটালিয়ন (র‌্যাব-২)। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল ইয়াবাসহ তাদের আটক করে বলে জানিয়েছেন র‌্যাব-২ এর সহকারি পরিচালক সিনিয়র এএসপি মারুফ আহমেদ।

আটককৃতরা হলেন- কুমিল্লার মনোহরগঞ্জ থানার আব্দুল কাদেরের ছেলে মো.মিজান (২৫), একই থানার সুন্দর আলীর মেয়ে সুলতানা (২২)  ও মুরাদনগর থানার খোরশেদা বেগম (২১)।

মারুফ আহমেদ জাগোনিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি  দল তেজগাঁওয়ের গোল্ডেন ইন  নামে একটি হোটেলের সামনে ইয়াবা বিক্রয়কালে হাতেনাতে ৩ জনকে আটক করা হয়। এ সময় ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৪৯ হাজার টাকা জব্দ করা হয়।

তিনি আরো জানান, আটককৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবার সংগ্রহ করে মোবাইলের মাধ্যমে অর্ডার নিয়ে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলো। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেইউ/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।