মরিশাসের নতুন হাইকমিশনার মান্নান হাওলাদার
সরকার সচিব আব্দুল মান্নান হাওলাদারকে মরিশাসে বাংলাদেশের নতুন হাই কমিশনার নিয়োগ দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে তিনি ডেপুটেশনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত আছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মান্নান হাওলাদার ১৯৮১ ব্যাচের বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য। তিনি সরকারি কর্মকর্তা হিসেবে বিভিন্ন সরকারি সংস্থায় কাজ করেছেন। মান্নান হাওলাদার তার কর্মজীবনে পরিকল্পনা কমিশনের সদস্য, নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সচিব, অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান, প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সদস্য, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক, অর্থনীতি সম্পর্ক বিভাগে এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি সরকারি কাজে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, রাশিয়া. চীন, সুইডেন, সুইজারল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড সফর করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি এবং একই বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে এলএলবি ডিগ্রি অর্জন করেন। এছাড়া হাওয়াইয়ের এশিয়া প্যাসিফিক সিকিউরিটি স্টাডিজ সেন্টার থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন আব্দুল মান্নান হাওলাদার।
আরএস/পিআর