খালেদার কার্যালয়ে বার্নিকাট
খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তার সঙ্গে দেখা করতে গেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানে কার্যালয়ে ঢোকেন বার্নিকাট। এসময় তার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের দূতসহ কয়েকজন কূটনীতিক ছিলেন।
বার্নিকাটসহ রাষ্ট্রদূতদেরকে গুলশান কার্যালয়ের ফটকে স্বাগত জানান খালেদার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। কার্যালয়ে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কূটনীতিকদের দোতলায় নিয়ে যান। দোতলার কক্ষে গত দুই মাস ধরে অবস্থান করছেন খালেদা জিয়া।
এএইচ/পিআর